ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ক্রিমিয়া-রাশিয়া সেতুতে বিস্ফোরণের পর ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া।
আজ সোমবার বিবিসি জানায়, চলতি মাসে এই প্রথমবারের মতো কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী।
এ ছাড়া, সকাল থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৭৫টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছেন ইউক্রেনের সেনাবাহিনী প্রধান।
কিয়েভ ছাড়াও তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে লিভিভ, দিনিপ্রো, ঝাপোরিঝঝিয়া শহরে।
কিয়েভে ক্ষেপণাস্ত্রের আঘাতে কমপক্ষে ৮ বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ছাড়াও, এ ঘটনায় ২৪ জন আহতের তথ্য জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী।
শহরের মেয়র জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা জোরদারের বিষয়টি স্বীকার করেছেন।
Comments