৯০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক: পিডিবি

ছবি: সংগৃহীত

দেশের ৯০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পরিচালক মো. শামীম হাসান।

আজ মঙ্গলবার রাতে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত ১১টার মধ্যেই বাকি ১০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।'

এদিকে, ঢাকায় গ্রিডের সবগুলো পয়েন্ট এনারজাইজড করা আছে, তবে লোড যাবে ধাপে ধাপে, জানিয়েছেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা খান।

আজ রাতে তিনি ডেইলি স্টারকে বলেন, 'ঢাকায় সবার ঘরে একসঙ্গে বাতি জ্বলবে না। ধাপে ধাপে জ্বলবে। গ্রিড এন্ডে সব রেডি আছে।'

এর আগে, ঢাকার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে বলে জানায় মন্ত্রণালয়।

রাত সোয়া ১০টার দিকে এক ফেসবুক পোস্টে বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, ঢাকায় বিকেল সোয়া ৫টায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।

 

Comments