বিদ্যুৎ ফিরেছে চট্টগ্রামে

ছবিটি মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর মনসুরাবাদ এলাকা থেকে তোলা। ছবি: রাজীব রাইহান

জাতীয় গ্রিডে বিপর্যয়ের ৬ ঘণ্টা পর চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী রেজাউল করিম চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মঙ্গলবার রাত ৮টার কিছু আগে চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।'

তিনি আরও বলেন, চট্টগ্রামে বিদ্যুতের দৈনিক চাহিদা ১ হাজার ৩৭০ থেকে ১ হাজার ৫০০ মেগাওয়াট হলেও জাতীয় গ্রিডে সমস্যার কারণে আজ দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে, রাত ৮টার আগে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।'
 

Comments

The Daily Star  | English
fire at Secretariat

Secretariat fire sabotage or accident still not known: Fire service DG

Muhammad Jahed Kamal, director general of the Fire Service and Civil Defence, today said the cause of the devastating fire at Building No. 7 of the Bangladesh Secretariat still remains unknown

36m ago