৫ ঘণ্টা পর ঢাকার কিছু এলাকায় আসতে শুরু করেছে বিদ্যুৎ

ঢাকা বিদ্যুৎ
বিদ্যুৎ বিপর্যয়ের পর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট এলাকার চিত্র। ছবি: পলাশ খান/ স্টার

জাতীয় গ্রিডে বিপর্যয়ের ৫ ঘণ্টা পর ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুৎ বিতরণ সংস্থা ডেসকোর আওতাধীন এলাকাগুলোতে পর্যায়ক্রমে বিদ্যুৎ রিস্টোর হচ্ছে।

সবশেষ বিদ্যুৎ রিস্টোর হয়েছে মগবাজার, মাদারটেক, রামপুরা, গুলশান, উলন, বসুন্ধরা, ধানমন্ডি, আফতাবনগর, বনশ্রীসহ বেশকিছু এলাকায়।

এর আগে মিরপুর, এয়ারপোর্ট, গুলশান, বারিধারা ডিপ্লোমেটিক জোন এবং টঙ্গী এলাকায় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার  ফেইসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ইতোমধ্যে ২০৮ মেগাওয়াট লোড পাওয়া গেছে। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে হাসপাতাল এবং জরুরি সেবা প্রতিষ্ঠানসমূহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দ্রুততম সময়ে সব এলাকায় বিদ্যুৎ রিস্টোর করতে নিরলস কাজ করছেন বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা

এর আগে এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছিল, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে।

ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায় সরবরাহ চালু হয়েছে।

হেভি লোডে রিস্টোর ঝুঁকিপূর্ণ জানিয়ে মন্ত্রণালয় জানায়, সিস্টেমের স্ট্যাবিলিটি মোটামুটি সন্তোষজনক হলে ঢাকার সব এলাকার বিদ্যুৎ লাইন সচল করা হবে।

 

Comments