শাকিবের সঙ্গে বিয়ের তারিখ জানালেন বুবলি

নিউইয়র্কের টাইম স্কয়ারে শাকিব খানের সঙ্গে বুবলি। ছবি: বুবলির ফেসবুক পেজ থেকে সংগৃহীত

অবশেষে শাকিব খানের সঙ্গে বিয়ের তারিখ জানালেন শবনম বুবলি।

আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, ২০১৮ সালের ২০ জুলাই তাদের বিয়ে হয়।

একই পোস্টে ছেলে শেহজাদ খান বীরের জন্ম তারিখও জানিয়েছেন তিনি। ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলের জন্ম হয়।   

পোস্টে নিউইয়র্কের টাইম স্কয়ারে শাকিব খানের সঙ্গে ৩টি ছবিও শেয়ার করেছেন বুবলি।

শেহজাদ খান বীরের জন্ম তারিখও জানিয়েছেন বুবলি। ছবি: বুবলির ফেসবুক পেজ থেকে সংগৃহীত

গত ২৭ সেপ্টেম্বর শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুকে তার ও অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়ের সপ্তম জন্মদিনে ফেসবুক পোস্টে লেখেন, 'আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখল। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছ। হয়তো একটা সময় গিয়ে বুঝবে— তোমার বাবা আছে বলেই জীবন এত সুন্দর। বাবারা কখনো শো অফ করে না, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারা জীবন থাকবে।'

শাকিব খান তার সন্তান জয়কে নিয়ে এই স্ট্যাটাস দেওয়ার ঠিক ৩ ঘণ্টা পর শবনম বুবলি নিজের ভেরিফায়েড ফেসবুকে ২ বছর আগের ২টি ছবি প্রকাশ করেন। যেখানে তার বেবি বাম্প দেখা যাচ্ছিল।

ছবির ক্যাপশন বুবলি লেখেছিলেন, 'মি উয়িথ মাই লাইফ'। এই ছবি নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। সেদিনই সন্ধ্যায় 'চাদর' সিনেমার শুটিংস্পট থেকে বুবলি বলেন, 'আমি শুধু এইটুকু বলব, কিছু ব্যাপারতো আছেই। আমি শুধু অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েকদিনের মধ্যেই বিষয়টা সবাইকে জানাব।'

৩০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বুবলি স্ট্যাটাস দেওয়ার আগেই গণমাধ্যমে প্রকাশিত হয়, বুবলি মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল কলেজ হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্রসন্তানের জন্ম দেন। 

৩০ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে সন্তানের বিষয়টি নিশ্চিত করে শবনম বুবলি ফেসবুক পোস্টে লেখেন, 'আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।'

তিনি আরও লেখেন, 'শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি।'

বুবলির ফেসবুক পোস্টের কিছুক্ষণ পরই শাকিব খানও একই পোস্ট করেন। তিনিও শেহজাদের ছবি দিয়ে লেখেন, 'আমার সন্তান আমার গর্ব।'

 

Comments

The Daily Star  | English

New uniform, monogram sans boat on the cards for police

According to police sources, a new monogram for the Bangladesh Police has already been determined. It will no longer feature a boat

1h ago