আজ একসঙ্গে শুটিংয়ে শাকিব-বুবলি

‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে শাকিব খান ও বুবলি। ছবি: স্টার

শাকিব খান ও বুবলি শুটিং করছেন 'লিডার-আমিই বাংলাদেশ' সিনেমার গানের।

সিনেমার শুটিং আগেই শেষ হয়ে গেলেও বাকি ছিল একটি গানের অংশ। আজ শনিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে তারা শুটিং করছেন।

শুটিং সেটে শাকিব ও বুবলি এসেছেন সকাল ৮টায়।

'লিডার-আমিই বাংলাদেশ' অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনতার ছবি। এর সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন এবং যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন ও পরিচালক তপু খান।

 

Comments

The Daily Star  | English

US welcomes Bangladesh election plan

The US yesterday welcomed plans by Bangladesh's interim leader to hold elections next year or in early 2026

1h ago