বঙ্গমাতা সেতুতে কার্গোর ধাক্কা, আটক ২
পিরোজপুরে কঁচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারে ধাক্কা দেওয়া একটি কার্গো জাহাজ আটক করেছে পুলিশ। এ সময় আরও ২ জনকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরের দিকে মংলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এমভি জামান-২ কার্গো জাহাজটি মংলার পশুর নদী থেকে আটক করে।
মংলা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক লুৎফর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সেতুতে ধাক্কা দেওয়ার ঘটনায় পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার প্রজিত হালদার বাদী হয়ে এমভি জামান-২ এর সুকানি ও মাস্টারকে অভিযুক্ত করে আজ মঙ্গলবার বিকেলে পিরোজপুর সদর থানায় একটি মামলা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাসুদুজ্জামান ডেইলি স্টারকে জানান, বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্টের অভিযোগ এনে এ মামলা করা হয়েছে।
এর আগে সোমবার রাতে কার্গো জাহাজটি মংলা যাওয়ার সময় বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারে ধাক্কা দেয়। সেতুর ওপরে থাকা কয়েকজন যুবক ধাক্কা দেওয়ার ভিডিও ধারণ করেন।
গত ৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন।
Comments