অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’

অপু বিশ্বাস। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

লাল শাড়ি সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটছে ঢালিউড তারকা অপু বিশ্বাসের। সিনেমা অভিনয় ছাড়া প্রযোজকও তিনি নিজে। সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।

আগামী নভেম্বরে শুরু হবে লাল শাড়ি সিনেমার শুটিং। মানিকগঞ্জ, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে লোকেশন দেখার কাজ শুরু হয়েছে। এই  ৩ জায়গার মধ্যে সবচেয়ে সুবিধাজনক লোকেশনে শুটিং করা হবে।

অপু বিশ্বাস বলেন, 'লাল শাড়ি সিনেমার জন্য ৩টি জেলায় লোকেশন দেখেছি। যেখানে সবচেয়ে ভালো হবে, সেখানেই শুটিং করব। আমার বর্তমান ব্যস্ততা লাল শাড়ি সিনেমা নিয়ে।'

অপু বিশ্বাস। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

সিনেমার নাম লাল শাড়ি কেন জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, 'তাঁতিদের গল্প নিয়ে এই সিনেমার কাহিনী। শাড়ি বাঙালি নারীর প্রধান পোশাক। গল্পটা শাড়ি ও তার কারিগরদের নিয়ে। সেজন্য লাল শাড়ি নাম রেখেছি।'

তিনি আরও বলেন, 'তবে লাল নামটুকু আমি পরে যোগ করেছি। লাল ভালোবাসার প্রতীক। ভালোবাসা ছাড়া কোনো কিছু হয় না। এজন্যই লাল শাড়ি নামটি বেছে নিয়েছি।'

জানা গেছে, নভেম্বরে শুটিং শুরু হলে টানা কাজ চলবে। অপু বিশ্বাস অভিনয় করবেন বড়লোক তাঁতির মেয়ের চরিত্রে। যে কি না গ্রামের মেয়ে, গ্রামেই বেড়ে ওঠা। বাবার ব্যবসাকে কাছ থেকে দেখে সে। এ ব্যাপারে তিনি বলেন, 'চেষ্টা করেছি গতানুগতিক ধারা থেকে বের হয়ে ভিন্নভাবে নিজেকে দেখার । সেভাবেই পুরো প্রস্তুতি নিচ্ছি।'

অপু বিশ্বাস। ছবি: শাহরিয়ার কবীর হিমেল/স্টার

'একটি ভালো সিনেমা হবে লাল শাড়ি। শতভাগ ভালো করার জন্য আমরা চেষ্টা করব। যেন দর্শক লাল শাড়ির প্রেমে পড়ে। পরিচালকের প্রতি সেই বিশ্বাস আছে।'

লাল শাড়ি সরকারি অনুদানের সিনেমা। অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমায় বিশ্বরং যুক্ত থাকছে। সংগীত পরিচালনা করবেন ইমন সাহা । লাল শাড়ি সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন নায়ক সায়মন। এ ছাড়া, শহীদুজ্জামান সেলিম অভিনয় করবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। দোয়েল ও সোমা অভিনয় করবেন অন্য ২টি চরিত্রে।

অন্যদিকে ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকার ওপার বাংলায় প্রথম সিনেমা মুক্তি পেয়েছে গতকাল। কিছুদিন আগে তিনি সিনেমাটির প্রচারে কলকাতায় গিয়েছিলেন। ২৪টি প্রেক্ষাগৃহে চলছে আজকের শটকার্ট। প্রিমিয়ার হয়েছে নন্দনে।

অপু বিশ্বাস বলেন, 'মুক্তির প্রথম দিনে কলকাতায় সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। আমার বিশ্বাস খুব ভালো চলবে সিনেমাটি।'

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

39m ago