ঢাকাই সিনেমার এই সময়ের ব্যস্ত নায়িকারা

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমায় যুগে যুগে অনেক নায়িকা এসেছেন। রূপালি পর্দায় দর্শকদের মাতিয়েছেন তারা। কেউ দারুণ সাড়া ফেলেছেন, কেউ হারিয়ে গেছেন। আগের মতো রেকর্ড সংখ্যক হল নেই এবং আগের মতো অসংখ্য সিনেমাও নির্মিত হয় না। তারপরও নতুন সিনেমা মুক্তি পাচ্ছে এবং নতুন নায়িকাও আসছেন।

জানা যাক ঢাকাই সিনেমার এই সময়ের ব্যস্ত নায়িকাদের কথা।

ছবি: স্টার

এই সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় ও ব্যস্ত নায়িকাদের মধ্যে রয়েছেন তমা মীর্জা। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 'সুড়ঙ্গ' দিয়ে বেশ সুনাম অর্জন করেছেন। তার অভিনীত 'দাগি' মুক্তি পেয়েছে গেল ঈদের। এখনো এটি প্রদর্শিত হচ্ছে। দেশের বাইরেও মুক্তি পেয়েছে। ওটিটিতেও ব্যস্ত আছেন তিনি।

তমা মীর্জা বলেন, সিনেমা নিয়েই আমার যত স্বপ্ন। এখানেই নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাই।

শবনম বুবলি। স্টার ফাইল ছবি

শবনম বুবলি এই সময়ের একজন জনপ্রিয় নায়িকা। শাকিব খানের বিপরীতে অভিষেক হয় তার রূপালি পর্দায়। বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। তার অভিনীত 'প্রহেলিকা'সহ বেশ কয়েকটি সিনেমা প্রশংসা কুড়িয়েছে। শবনম বুবলি অভিনীত 'জংলি' দর্শকদের মাঝে খুব প্রশংসিত হয়েছে। দেশের বাইরেও আলোড়ন সৃষ্টি করেছে 'জংলি'। নতুন নতুন সিনেমা নিয়ে ব্যস্ত আছেন তিনি।

সুনেরাহ বিনতে কামাল। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

সুনেরাহ বিনতে কামাল প্রথম সিনেমা 'ন ডরাই' দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 'দাগি' সিনেমায় তিনি অভিনয় করেছেন। আসছে ঈদুল আজহায় সুনেরাহ বিনতে কামালের নতুন সিনেমা 'উৎসব' মুক্তির তালিকায় রয়েছে।

নুসরাত ফারিয়া ঢাকা ও কলকাতা—দুই দেশেই সিনেমা করেছেন। বিরতির পর গত ঈদে এই নায়িকার 'জ্বিন থ্রি' মুক্তি পায়।

বিদ্যা সিনহা মিম। ছবি: শেখ মেহেদী মোরশেদ

বিদ্যা সিনহা মিম প্রথম অভিনয় করেন আমার আছে 'জল' সিনেমায়। হুমায়ূন আহমেদ পরিচালিত এই সিনেমা দিয়ে মিম জাতীয় পুরস্কার পান। তারপর একেক করে অনেকগুলো সিনেমা করেছেন। কলকাতায় অভিনয় করেছেন। খুব কাছাকাছি সময়ে মিমের নতুন সিনেমা মুক্তি না পেলেও একাধিক নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। একটি সিনেমার নাম 'দিগন্তে ফুলের আগুন'। এই সিনেমায় পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

মিম বলেন, ভালো চরিত্র ও ভালো গল্প পেলেই নতুন কাজ শুরু করব। স্ক্রিপ্ট পাচ্ছি। ভেবে সিদ্ধান্ত নেব।

পরীমনি। ছবি: সংগৃহীত

পরীমনি ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা। এই নায়িকার সবশেষ সিনেমা 'ফেলুবক্সী' মুক্তি পেয়েছে কলকাতায়। দেশের ভেতরে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম। সিনেমা ও ওটিটি দুই মাধ্যমেই দর্শকদের ভালোবাসা পেয়েছেন। 'ডোডোর গল্প'সহ একাধিক সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। 'গুণিন' ও 'স্বপ্নজাল' তার ক্যারিয়ারের আলোচিত দুটি সিনেমা।

পরীমনি বলেন, নতুন কাজের অফার আসছে। মনের মতো হলেই চূড়ান্ত করব। এমন সিনেমায় নিজেকে দেখতে চাই, যা কিনা দর্শকমহলে আলোড়ন তুলবে।

ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

ঢাকাই সিনেমার আরেক নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। চলচ্চিত্র ও ওটিটি—দুই মাধ্যমেই কাজ করছেন। শিশুশিল্পী হিসেবে দারুণ আলোচিত হয়েছেন একসময়। দীঘির নতুন সিনেমা 'জংলি' মুক্তি পেয়েছে ঈদে। সামনে আরও নতুন নতুন কাজে দেখা যাবে তাকে।

দীঘি বলেন, খুব শিগগিরই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি ভালো কিছু হবে।

পূজা চেরি। ছবি: সংগৃহীত

পূজা চেরি ঢাকাই সিনেমার আলোচিত নায়িকাদের একজন। তার অভিনীত সিনেমাগুলো দর্শকদের টেনেছে। ক্যারিয়ারে ভালো ভালো কয়েকটি কাজ করেছন। গতবছর ঈদে তার অভিনীত 'লিপস্টিক' দর্শকপ্রিয়তা ও প্রশংসা পেয়েছে। আসছে ঈদে পূজার চেরির 'টগর' মুক্তির কথা শোনা যাচ্ছে। এই নায়িকা চলতি সময়ের ব্যস্ত নায়িকাদের একজন।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

জয়া আহসান ঢাকাই সিনেমার অন্যতম প্রশংসিত একজন নায়িকা। শাকিব খানের বিপরীতেও তিনি অভিনয় করেছেন। ভারতীয় বাংলা সিনেমায় ভালো একটি অবস্থান গড়েছেন। অভিনয় করেছেন বলিউডেও। তার অভিনীত জয়া আর শারমিন মুক্তি পেয়েছ গতকাল। আগামী ঈদে তার নতুন একটি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকাই সিনেমায় আরও বেশকজন নায়িকার মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, ববি, আইরিন, শিরিন শিলা প্রমুখ।

Comments

The Daily Star  | English

JCD ends Shahbagh protest demanding justice for Shammo

Demonstrators blocked key intersection, sought arrest and trial of accused

Now