চেয়ার ছোড়াছুড়ি, হট্টগোলে নেত্রকোণায় আ. লীগের সভা পণ্ড

ছবি: সংগৃহীত

নেত্রকোণায় জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত আওয়ামী লীগের মতবিনিময় সভায় ২ পক্ষের মধ্যে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এতে ওই মতবিনিময় সভা পণ্ড হয়ে যায়।

আজ বুধবার বিকেলে জেলা শহরের মোক্তারপাড়া এলাকার পাবলিক হলে এ ঘটনা ঘটে।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠুসহ কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।    

প্রত্যক্ষদর্শী ও দলের নেতাকর্মীরা জানিয়েছেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট অসিত সরকার সজল। এ উপলক্ষে নেত্রকোণা জেলা আওয়ামী লীগ বুধবার বিকেলে দলীয় প্রার্থীর সমর্থনে জেলা শহরের মোক্তারপাড়ায় মতবিনিময় সভার আয়োজন করে।

সভার মঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রশান্ত কুমার রায়সহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করছিলেন জেলা আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নেত্রকোণা পৌর মেয়র নজরুল ইসলাম খান।

সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বক্তব্যের পর মূল দলের সাংগঠনিক সম্পাদকদের বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়। এ সময় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মনোয়ার জাহান সুজন সম্পাদকমণ্ডলীর কাউকে বক্তব্য দেওয়ার জন্য জন্য না ডাকার কারণ জানতে চান। এ নিয়ে নজরুল ইসলাম খানের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নজরুল ইসলাম খানের ছেলে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান জামিও সুজনের সঙ্গে তর্ক শুরু করেন।

পরে এ নিয়ে ২ পক্ষের মধ্যে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে ও সভাটি পণ্ড হয়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান বলেন, 'বক্তব্য দেওয়া নিয়ে সভায় কিছুটা ঝামেলা হয়েছে। এ নিয়ে হট্টগোল শুরু হলে সভাস্থল ছেড়ে সবাই চলে যায়।'

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ আহমেদ বলেন, 'সভা চলাকালে এক পর্যায়ে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।' 

Comments

The Daily Star  | English

Exporters fear losses as India slaps new restrictions

Bangladesh’s exporters fear losses as India has barred the import of several products—including some jute items—through land ports, threatening crucial trade flows and millions of dollars in earnings.

2h ago