দিল্লিতে প্রবাসী বঙ্গীয় সমাজকে বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ

নয়াদিল্লির ‘ইন্ডিয়া গেট’। ছবি: রয়টার্স

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ভারতের বাঙালি হিন্দুদের কয়েকটি সংগঠনকে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ।

দিল্লির প্রবাসী বঙ্গীয় সমাজ (পিবিএস), অল ইন্ডিয়া রিফিউজি ফ্রন্ট (এআইআরএফ) কলকাতা এবং আরও কয়েকটি বাঙালি ও রিফিউজি সংগঠন যৌথভাবে আজ মঙ্গলবার বিক্ষোভের অনুমতি চেয়েছিল।

কিন্তু দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানা পুলিশ ৫ সেপ্টেম্বর আয়োজকদের জানিয়ে দেয় যে ৬ সেপ্টেম্বর এ কর্মসূচি করা যাবে না।

বিক্ষোভের আয়োজকরা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার সমুন্নত রাখতে কিছু দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে নিপীড়িতদের সঙ্গে সংহতি প্রকাশ করতে চেয়েছিলেন বলে জানা গেছে।

এদিকে, চাকমা সম্প্রদায়ের একটি জোট সিএনসিআই-মিজোরামের সভাপতি এবং মিজোরাম রাজ্যের সাবেক এমএলএ রাশিক মোহন চাকমা এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে 'শান্তির অঞ্চল' হিসেবে ঘোষণা করা উচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের সফরে গতকাল সোমবার নয়াদিল্লি পৌঁছানোর পরই পার্বত্য চট্টগ্রামকে শান্তির অঞ্চল হিসেবে ঘোষণার এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে রাশিক মোহন চাকমা বলেন, 'যদিও ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি সই হয়েছিল, কিন্তু চুক্তির মূল বিষয়গুলো ২৫ বছরেও বাস্তবায়িত হয়নি।'

Comments

The Daily Star  | English
Impact of Trump trade policies on Bangladesh

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

11h ago