মানিকগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ২০

ছবি: স্টার

মানিকগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল করতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ২ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিএনপির ৩ জনকে আটক করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মানিকগঞ্জ জেলা শহরের খালপাড় এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

দুপুর ১২টা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টা খানেক মুখোমুখি অবস্থান নেয় তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ছবি: সংগৃহীত

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় আমিসহ আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।'

তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুমতি ছাড়া মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে বিএনপির নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ টিআর শেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়।   

ছবি: সংগৃহীত

তবে, বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন আয়োজনের কথা রয়েছে। 

এদিকে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঠেকাতে সকাল থেকেই লাঠিসোটা নিয়ে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা বিভিন্ন গাড়ি তল্লাশী করে সাধারণ মানুষকে মারধর করেছে বলে জানা গেছে।

 

Comments

The Daily Star  | English

Interim govt failing to maintain neutrality on some issues: Fakhrul

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today urged the interim government to perform its duties impartially, alleging it of failing to maintain neutrality on some issues

42m ago