বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ভারতের গৌতম আদানি

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে তৃতীয় অবস্থানে আছেন গৌতম আদানি। তার মোট সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন মার্কিন ডলার। ছবি: রয়টার্স
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে তৃতীয় অবস্থানে আছেন গৌতম আদানি। তার মোট সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন মার্কিন ডলার। ছবি: রয়টার্স

৩০ আগস্টে প্রকাশিত ব্লুমবার্গ বিলিওনেয়ার ইন্ডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে তৃতীয় অবস্থানে আছেন গৌতম আদানি। তার মোট সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন মার্কিন ডলার।

কয়েক বছর আগেও, ভারতের বাইরে গৌতম আদানির নাম তেমন কেউ জানতেন না। কলেজে থাকা অবস্থায় পড়ালেখার পাট চুকানো এই ভারতীয় ব্যবসায়ী প্রথম হিরের ব্যবসা শুরু করেন। পরে কয়লা খাতে ব্যবসা শুরু করে বিভিন্ন দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান 'আদানি গ্রুপের' সম্প্রসারণ করেন গৌতম।

ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্সে তিনিই প্রথম এশীয় বংশোদ্ভুত ব্যক্তি হিসেবে শীর্ষ ৩ এ স্থান পেলেন। তার সমসাময়িক চীনের জ্যাক মা ও ভারতের মুকেশ আমবানি শীর্ষ ১০ এ বা তার আশেপাশে থাকলেও ৩ নম্বর আসনে কখনো বসতে পারেননি।

সাম্প্রতিককালে ৬০ বছর বয়সী গৌতম তার কয়লার ব্যবসাকে ডাটা সেন্টার, সিমেন্ট, গণমাধ্যম ও অ্যালুমিনর মত ভিন্ন ভিন্ন খাতে সম্প্রসারিত করেছেন। আদানি গ্রুপ এখন ভারতের সবচেয়ে বড় বেসামরিক সমুদ্র বন্দর ও বিমানবন্দর পরিচালণা সংস্থার স্বত্তাধিকারী।

আহমেদাবাদে আদানি গ্রুপের কার্যালয়ের বাইরে প্রতিষ্ঠানটির লোগো দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আহমেদাবাদে আদানি গ্রুপের কার্যালয়ের বাইরে প্রতিষ্ঠানটির লোগো দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স

এছাড়াও প্রতিষ্ঠানটির রয়েছে নগর-ভিত্তিক গ্যাস বিতরণ ও কয়লা খননের ব্যবসা।

গত জুনে জন্মদিন পালন উপলক্ষ্যে গৌতম আদানি বিভিন্ন সামাজিক সমস্যার মোকাবিলায় ৭ দশমিক ৭ বিলিয়ন ডলার দান করার অঙ্গীকার করেন।

সম্প্রতি ভারতের গণমাধ্যম এনডিটিভি কিনে নেওয়ায় আলোচনায় এসেছে আদানি গ্রুপ।  

 

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

1h ago