‘এই সরকারের আমলে বিদ্যুৎকেন্দ্র পাওয়া যাচ্ছে, বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না’
বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎকেন্দ্র পাওয়া যাচ্ছে, বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
বাম গণতান্ত্রিক জোট ঘোষিত বৃহস্পতিবারের হরতালের সমর্থনে আজ সোমবার চট্টগ্রামে প্রচারণা চালানোর সময় তিনি এ মন্তব্য করেন।
জ্বালানি তেল, ইউরিয়া সার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে আগামী বৃহস্পতিবার সারাদেশে অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
হরতালের সমর্থনে আজ সংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রামে প্রচারপত্র বিলি করেন।
এ সময় জোটের কেন্দ্রীয় সমন্বয়ক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, 'আমরা বাম গণতান্ত্রিক জোট ২৫ আগস্ট সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছি। সেদিন যে যেখানে আছেন সেখানে কাজ বন্ধ রেখে রাস্তায় এসে বিক্ষোভ করুন। ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান।'
তিনি আরও বলেন, 'একসময় উনারা বিদ্যুতের গল্প শুনিয়েছেন। বিএনপির আমলে খাম্বা পাওয়া যেত, বিদ্যুৎ পাওয়া যেত না। আর বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎকেন্দ্র পাওয়া যাচ্ছে, বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।'
তিনি বলেন, 'সরকার সারের দাম বাড়িয়ে দিলো, তেলের দাম বাড়িয়ে দিল। জনগণের প্রতি দায়িত্ব থাকলে কোনো সরকার এরকম কাজ করতে পারে না।'
চট্টগ্রামের বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) নেতা সফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, বাসদ নেতা মাহিন উদ্দিন এবং বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলার সদস্য জাহেদুন্নবী প্রমুখ।
Comments