বেশি দামে চাল বিক্রি, ২ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
চালের কেনা দামের রশিদ দেখাতে না পারা, মূল্য তালিকার চেয়ে বেশি দামে চাল বিক্রি করা ও মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার দায়ে নারায়ণগঞ্জে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তাদের সঙ্গে ছিলেন জেলা ক্যাবের প্রতিনিধি, জেলা বাজার প্রতিনিধি, জেলা পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশ সদস্যরা।
সেলিমুজ্জামান জানান, চাল বিক্রিতে প্রতারণার অভিযোগে আজ দুপুরে রূপগঞ্জের তারাবো বাজারের চালের আড়তে এ অভিযান চালানো হয়। চালের কেনা দামের রশিদ দেখাতে না পারা, মূল্য তালিকার চেয়ে বেশি দামে চাল বিক্রি করা ও মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় এ সময় ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান ২টির মধ্যে মেসার্স শফিকুল রাইস এজেন্সিকে ৫০ হাজার টাকা এবং মেসার্স যুগল ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায়ও করা হয় ওই সময়।
Comments