ভায়াডাক্ট চাপায় নিহত ৫

চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-ক্রেনচালকের বিরুদ্ধে মামলা

এক্সকেভেটর দিয়ে ভায়াডাক্টটি সরানো হচ্ছে। ছবি: তুহিন শুভ্র অধিকারী/স্টার

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় ক্রেন থেকে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ভায়াডাক্ট পড়ে প্রাইভেটকারে থাকা ৫ জন নিহতের ঘটনায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) সংশ্লিষ্ট কর্মকর্তা ও ক্রেনচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে আজ মঙ্গলবার ভোররাতে এ মামলা দায়ের করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

তিনি বলেন, 'ওই ঘটনায় নিহত ফাহিমা ও ঝর্নার ভাই আফরান মণ্ডল বাবু বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ অবহেলার পেছনা যারা জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান চালাচ্ছি।'

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

4h ago