ভায়াডাক্টে চাপা পড়া প্রাইভেটকার থেকে ৫ মরদেহ উদ্ধার

এক্সকেভেটর দিয়ে ভায়াডাক্টটি সরানো হচ্ছে। ছবি: তুহিন শুভ্র অধিকারী

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় ক্রেন থেকে পড়া বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ভায়াডাক্টে চাপা পড়া প্রাইভেটকার থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার উত্তরা ফায়ারসার্ভিসের ডিউটি অফিসার সৈয়দ মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক্সভেটর দিয়ে ভায়াডাক্টটি সরানো হয়েছে। এরপর প্রাইভেটকার থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে আজ সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় ক্রেন থেকে পড়ে বিআরটি প্রকল্পের ভায়াডাক্টে প্রাইভেটকারটি চাপা পড়ে।

তখন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহসীন দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, 'ক্রেন বেঁকে ভায়াডাক্টের অংশ পড়ে যায়। এতে গাড়িটি চাপা পড়ে।'

সরেজমিনে দেখা গেছে, রাস্তার মাঝখানে এ ঘটনা ঘটায় খিলখেত থেকে দীর্ঘ যানজট তৈরি। এছাড়া, দুর্ঘটনাস্থলে প্রচুর মানুষ জড়ো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিলেও তারা বারবার ভিড় করছেন। 

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, কাওলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আশুলিয়া যাচ্ছিলেন। কিন্তু, পথে এ দুর্ঘটনা ঘটে।

 

Comments

The Daily Star  | English

Awami League govt guilty of gross human rights violations: UN

Coordinated, calculated acts of violence, repression tantamount to crimes against humanity

1h ago