ভায়াডাক্টে চাপা পড়া প্রাইভেটকারের নবদম্পতি জীবিত, বাবাসহ নিহত ৫

এক্সকেভেটর দিয়ে ভায়াডাক্টটি সরানো হচ্ছে। ছবি: তুহিন শুভ্র অধিকারী

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় ক্রেন থেকে পড়া বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ভায়াডাক্টে চাপা পড়া প্রাইভেটকারে থাকা নবদম্পতি জীবিত আছেন। তবে, এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহসীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, আহত নবদম্পতি রেজাউল করিম হৃদয় (২৪) ও রিয়া মনি (২১) উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন। তারা তাদের স্বজনদের মৃত্যুর খবর জানেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদয়ের ডানপায়ে আঘাত লেগেছে। তবে, রিয়া মনির কোথাও আঘাতে লাগেনি। তারা ট্রমার মধ্যে আছেন এবং হঠাৎ হঠাৎ কেঁদে উঠছেন।

এর আগে আজ সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় ক্রেন থেকে পড়ে বিআরটি প্রকল্পের ভায়াডাক্টে প্রাইভেটকারটি চাপা পড়ে।

তখন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহসীন দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, 'ক্রেন বেঁকে ভায়াডাক্টের অংশ পড়ে যায়। এতে গাড়িটি চাপা পড়ে।'

এরপর এক্সকাভেটর দিয়ে ভায়াডাক্টটি সরানো হয় এবং এরপর প্রাইভেটকারটি থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, কাউলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আশুলিয়া যাচ্ছিলেন। কিন্তু, পথে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ৫ জন হলেন-হৃদয়ের বাবা মো. ‍রুবেল মিয়া (৬০), রিয়া মনির মা মোছা. ফাহিমা (৩৭), খালা ঝর্ণা বেগম (২৬) এবং খালাতো ভাইবোন  জান্নাতুল (৬) ও মো. জাকারিয়া (৪)।

রুবেল মিয়া গাড়িটি চালাচ্ছিলেন।

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

10h ago