করোনার বিরুদ্ধে কিমের ‘বিজয়’ ঘোষণা
করোনা মহামারির বিরুদ্ধে বিজয় ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটিতে গত মে মাসের বিধিনিষেধ শিগগির তুলে নেওয়া হবে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ংয়ে স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের সঙ্গে বৈঠকে কিম বলেন, 'প্রাণঘাতী মহামারির বিরুদ্ধে বিজয় এসেছে।'
প্রতিবেদনে বলা হয়, গত ২৯ জুলাইয়ের পর নতুন কেউ শনাক্ত হননি।
উত্তর কোরিয়ার ২ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে মহামারি ছড়িয়ে পড়ার পর ৪০ লাখ ৮০ হাজার মানুষের 'জ্বর' ধরা পড়ে। করোনা পরীক্ষার কিটের স্বল্পতার কারণে অল্প সংখ্যক মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়।
সরকারি তথ্য অনুসারে, দেশটিতে করোনায় ৭৪ জন মারা গেছেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্যে সন্দেহ প্রকাশ করেছে।
বৈঠকে কিমের প্রভাবশালী বোন কিম ইয়ো জং এই মহামারির জন্য সিউলকে দায়ী করে বলেন, 'সীমান্ত এলাকায় দক্ষিণ কোরিয়া থেকে পিয়ংইয়ংবিরোধী লিফলেট উড়ে আসার পর উত্তর কোরিয়ায় মহামারি ছড়িয়ে পড়ে।'
তিনি জানান, উত্তর কোরিয়ার নেতা কিম কয়েকদিন জ্বরে ভুগেছিলেন।
তবে, কিমের শারীরিক অবস্থা সম্পর্কে দক্ষিণ কোরিয়া নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
Comments