মেয়েকে নিয়ে রণতরীর অস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করলেন কিম

মেয়েকে নিয়ে রণতরীর অস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেন কিম জং উন। ছবি: এএফপি
মেয়েকে নিয়ে রণতরীর অস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেন কিম জং উন। ছবি: এএফপি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শিগগির দেশটির নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার নির্দেশ দিয়েছেন। নতুন একটি রণতরীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানে কিমের সঙ্গে ছিলেন তার মেয়ে জু আয়ে। 

আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ'র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

নতুন রণতরী 'চোই হাইঅন'

উত্তর কোরিয়ার নৌবাহিনীর নতুন রণতরী চোই হাইঅন। ছবি: এএফপি
উত্তর কোরিয়ার নৌবাহিনীর নতুন রণতরী চোই হাইঅন। ছবি: এএফপি

সপ্তাহান্তে প্রথমবারের মতো পিয়ংইয়ং পাঁচ হাজার টন সক্ষমতার নতুন ডেস্ট্রয়ার-ক্লাস রণতরী 'চোই হাইঅন' সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করে। বিশ্লেষকদের মতে, এই নৌযানে স্বল্প পাল্লার ট্যাকটিকাল নিউক্লিয়ার মিসাইল সংযুক্ত করা হতে পারে।

কেসিএনএ জানিয়েছে, ডেস্ট্রয়ারটির দুই দিনের অস্ত্র পরীক্ষার প্রথম দিনে সশরীরে উপস্থিত ছিলেন কিম জং উন ও তার মেয়ে। সোম ও মঙ্গলবার এই পরীক্ষা হয়।

সংবাদ প্রতিবেদন মতে, কিম অস্ত্র পরীক্ষা দেখার পর 'উত্তর কোরিয়ার নৌবাহিনীর জাহাজগুলোতে পরমাণু অস্ত্র যুক্ত করার প্রক্রিয়াকে গতিশীল' করার নির্দেশ দেন।

এর আগে উত্তর কোরিয়া জানিয়েছিল, ওই নৌযানটিকে 'সবচেয়ে শক্তিশালী অস্ত্রে সজ্জিত' করা হচ্ছে এবং এটি 'আগামী বছরের শুরুতে অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারে'।

বিশেষজ্ঞদের মতে, রণতরীর আকার বিচারে এতে শিপ-টু-সারফেস ও শিপ-টু-এয়ার, উভয় ধরনের ক্ষেপণাস্ত্র থাকতে পারে। অর্থাৎ আকাশ হামলা প্রতিহত করার পাশাপাশি স্থল হামলা বা অন্য জাহাজের বিরুদ্ধে হামলা চালাতে পারবে এটি।

কেসিএনএ জানিয়েছে, মঙ্গলবার 'শিপ-টু-শিপ ট্যাকটিকাল গাইডেড অস্ত্র, বেশ কয়েক ধরনের অটোম্যাটিক বন্দুক ও ইলেকট্রনিক জ্যামিং বন্দুক পরীক্ষা করা হয়েছে।'

উত্তর কোরিয়ার নৌবাহিনীর নতুন রণতরী চোই হাইঅন। ছবি: এএফপি
উত্তর কোরিয়ার নৌবাহিনীর নতুন রণতরী চোই হাইঅন। ছবি: এএফপি

'পাশাপাশি, পিয়ংইয়ং তাদের অত্যাধুনিক সুপারসনিক ক্রুজ মিসাইল, স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল, অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল ও ১২৭ মিলিমিটার অটোমেটিক বন্দুক' পরীক্ষা করেছে।

কিম মন্তব্য করেন, তাদের নৌযানগুলোতে 'হামলা চালানোর জন্য সবচেয়ে শক্তিশালী সুপারসনিক ক্রুজ মিসাইল, স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল ও ট্যাকটিকাল ব্যালিসটিক মিসাইলের কার্যকর সমন্বয়' ঘটানো হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা 'উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর নৌযান নির্মাণের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ' করছে। এ বিষয়ে তাদেরকে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

রণতরীর উদ্বোধনী অনুষ্ঠানে কিম

মেয়েকে নিয়ে রণতরীর অস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেন কিম জং উন। ছবি: এএফপি
মেয়েকে নিয়ে রণতরীর অস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেন কিম জং উন। ছবি: এএফপি

চোই হাইঅন রণতরীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কন্যা জু আয়েসহ উপস্থিত ছিলেন কিম। বিশেষজ্ঞদের মত, কিমের উত্তরসূরি হতে চলেছেন জু।

মার্চে পরমাণু শক্তিতে চালিত সাবমেরিন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছিলেন কিম।

সে সময় কিম রণতরী নির্মাণসহ সার্বিকভাবে দেশটির স্থল ও নৌবাহিনীর আধুনিকায়নের আহ্বান জানিয়েছিলেন।

অতীতে পিয়ংইয়ং পানির নিচ দিয়ে চলতে সক্ষম সশস্ত্র ড্রোন নির্মাণের দাবি করেছিল। তবে বিশ্লেষকরা এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

দক্ষিণ কোরিয়ার জন্য বড় হুমকি

বাইডেন সরকারের আমলে উত্তর কোরিয়ার হুমকি সামলাতে দক্ষিণ কোরিয়াকে সহায়তা করেছে ওয়াশিংটন। দুই দেশ বেশ কয়েক দফায় যৌথ সামরিক মহড়া চালিয়েছে। পিয়ংইয়ংকে কোনো ধরনার আগ্রাসী আচরণে নিরুৎসাহিত করতে ওই অঞ্চলে নিয়মিত যুদ্ধবিমান, রণতরী ও পরমাণু শক্তিতে চালিত সাবমেরিন মোতায়েন করেছে ওয়াশিংটন।

পিয়ংইয়ং নিজেদেরকে পরমাণু শক্তিমত্তাসম্পন্ন রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে দাবি করেছে, কোনো অবস্থাতেই তাদের নিরস্ত্রীকরণ করা সম্ভব হবে না। দেশটি ওয়াশিংটন-সিউলের মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে আখ্যায়িত করেছে।

Comments

The Daily Star  | English

Is the govt backing the wrongdoers?

BNP acting Chairman Tarique Rahman yesterday questioned whether the government is being lenient on the killers of a scrap trader in front of Mitford hospital due to what he said its silent support for such incidents of mob violence.

7h ago