জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ১২ আগস্ট শাহবাগে গণসমাবেশ
জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে গণঅবস্থান কর্মসূচি পালন করছে একদল প্রতিবাদকারী। 'বিক্ষুব্ধ ছাত্র-জনতার' ব্যানারে এ আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের জন্য আগামী ১২ আগস্ট বিকাল ৩টায় শাহবাগে গণসমাবেশের আহ্বান জানানো হয়েছে।
আজ সোমবার 'বিক্ষুব্ধ ছাত্র-জনতার' পক্ষে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা-ঐক্যর সমন্বয়ক রুহুল আমিন এ আহ্বান জানান।
গত বৃহস্পতিবার রাতে সরকারের জ্বালানি মন্ত্রণালয় জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী দাবি করে রুহুল আমিন বলেন, 'মাত্র ১০ মাসের ব্যবধানে গত নভেম্বরে একবার জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সব ধরনের পণ্যের যে দাম বেড়েছে তাতেই মানুষ যখন চোখে সর্ষের ফুল দেখছে, তখন নতুনভাবে জ্বালানি তেলের দাম বাড়ানোর এ সিদ্ধান্তে আমরা হতবাক।'
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,, 'সরকার দাম বাড়ানোর একটা কারণ হিসেবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারের কথা বলছে। অথচ গত ফেব্রুয়ারি মাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যারেলপ্রতি মূল্য ছিল যেখানে ১৩৭ ডলার, আজ সেই ব্যারেল প্রতি তেলের দাম এসে দাঁড়িয়েছে মাত্র ৯০ ডলারে। অর্থাৎ তেলের দাম যখন কমে যাচ্ছে, আমাদের সরকার তখন দাম বাড়াচ্ছে। তাদের এই যুক্তি কোনোভাবেই টেকে না।'
তিনি আরও বলেন, 'সরকার বলছে ভারতে জ্বালানি তেল পাচার রোধ করতে দাম বাড়ানো হয়েছে। এতে প্রশ্ন তৈরি হয়, তাহলে সীমান্ত অঞ্চলে আর বিজিবিকে রাখার দরকার কী?'
এ অবস্থায় জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত 'বিক্ষুব্ধ ছাত্র-জনতার' ব্যানারে গণঅবস্থান চলমান থাকবে বলে জানান তিনি।
এই আন্দোলনে সবার অংশগ্রহণের জন্য আগামী ১২ আগস্ট বিকেল ৩টায় শাহবাগে গণসমাবেশও অনুষ্ঠিত হবে।
এছাড়া রোববার তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীদের ওপর যে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা লাঠিচার্জ করেছে তাদের নামে ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দেওয়া হবে বলেও রুহুল আমিন জানান।
Comments