কামারপাড়ায় ভাঙ্গারি দোকানে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙ্গারি দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ৪ জন নিহত হলেন।

আজ সোমবার ভোররাত পৌনে ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান (৩৫) মারা যান।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইয়ুব হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'মিজানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।'

এর আগে গত শনিবার রাতে ৩২ শতাংশ দগ্ধ নিয়ে মাজহারুল ইসলাম, ৭০ শতাংশ দগ্ধ নিয়ে আলম ও ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে নুর হোসেন মারা যান।

ডা. এসএম আইয়ুব হোসেন জানান, বর্তমানে আরও ৪ দগ্ধ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে শাহিন ৩৫ শতাংশ, শফিকুল ৮০ শতাংশ, আল আমিন ৭০ শতাংশ ও মাসুম ৯৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশংকাজনক।

গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তুরাগ থানার কামারপাড়া রাজাবাড়ি এলাকায় ভাঙ্গারি দোকান ও রিকশা গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

6h ago