চুয়েট-কুয়েট-রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১-এর সমন্বিত ভর্তি পরীক্ষা শনিবার সকাল ১০টা থেকে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এবার ক গ্রুপ (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) ও খ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ) মোট ২৮ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী অংশগ্র নেবেন।

চুয়েট কেন্দ্রে ক গ্রুপে ৮ হাজার ৭৪০ জন ও খ গ্রুপে ৭৪০ সহ মোট ৯ হাজার৪৭৭ জন, কুয়েট কেন্দ্রে ক গ্রুপে ৮ হাজার ৫৫৩ ও খ গ্রুপে ৮৭০ সহ মোট ৯ হাজার ৪২৩ ও রুয়েট কেন্দ্রে ক গ্রুপে ৮ হাজার ৮৭৩ ও খ গ্রুপে ৬৩২ সহ মোট ৯ হাজার ৪৯৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

ভর্তি পরীক্ষার জন্য ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সেবা সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সহযোগিতায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এবারের সমন্বিত ভর্তি পরীক্ষায় চুয়েটের ৯৩১টি আসন, কুয়েটের ১ হাজার ৬৫টি আসন এবং রুয়েটের ১ হাজার ২৩৫টিসহ সর্বমোট ৩ হাজার ২২১টি আসনের বিপরীতে মোট ২৮ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

চুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বলেন, 'বরাবরের মতো স্বচ্ছ ও সুষ্ঠু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। সকল প্রস্তুতি সম্পন্ন।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

2h ago