বাবাকে হত্যা করে প্রকৌশলী ছেলের থানায় আত্মসমর্পণ
ঠাকুরগাঁও পৌরসভার শান্তিনগরে প্রকৌশলী গোলাম আজমের (২৯) ছুরির আঘাতে তার বাবা কাঠ ব্যবসায়ী ফজলে আলম (৫৮) নিহত হয়েছেন।
আজ সোমবার ভোররাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়ে বলেন, 'বাবাকে হত্যার পর ছেলে গোলাম আজম থানায় এসে আত্মসমর্পণ করেন।'
পারিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, গোলাম আজম কয়েক বছর আগে রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (রুয়েট) থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে ঢাকায় একটি ব্যাংকে কর্মরত ছিলেন।
তিনি বলেন, 'মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় চাকরি ছেড়ে গোলাম আজম বাসায় চলে আসেন৷ এর কয়েকদিন পর তিনি দিনাজপুরে একটি আইটি প্রতিষ্ঠানে কাজ শুরু করেন।'
'গত রাতে খাওয়া-দাওয়ার পর তিনি বাবার পাশের কক্ষে শুয়েছিলেন। সেসময় বাসায় অন্য কেউ ছিলেন না।'
'রাতে অজ্ঞাত কারণে তার বাবার কক্ষে প্রবেশ করে মাথায় আঘাত করার পর ধারালো ছুরি দিয়ে আঘাত করে। মৃত্যু নিশ্চিত হলে থানায় এসে পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়ে মরদেহ উদ্ধারের অনুরোধ জানায়,' যোগ করেন ওসি।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Comments