শ্রীলঙ্কায় স্কুল খুলছে কাল, ৩ দিন সশরীরে ও ২ দিন অনলাইনে ক্লাস

শ্রীলঙ্কার একটি স্কুলের শ্রেণীকক্ষ। ছবি: ইউএনওপস
শ্রীলঙ্কার একটি স্কুলের শ্রেণীকক্ষ। ছবি: ইউএনওপস

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত দ্বীপরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর নিয়োগের পর সার্বিক পরিস্থিতির কিছুটা হলেও উন্নয়ন ঘটেছে। আজ দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী সোমবার ২৫ জুলাই থেকে সব স্কুলের স্বাভাবিক কার্যক্রম চালু হবে।

আজ শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য ডেইলি মিররের সংবাদে জানা গেছে, শুরুতে সপ্তাহে ৩ দিন সশরীরে ক্লাস নেওয়া হবে। বাকি ২ দিন অনলাইনে ক্লাস হবে। 

পরিবহণ ও জ্বালানি সংকটের কারণে এর আগে শিক্ষা মন্ত্রণালয় ২৪ জুলাই পর্যন্ত সব স্কুলে ছুটি ঘোষণা করে।

১৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় শিক্ষা সংস্থার (এনআইই) মহাপরিচালক এবং শিক্ষা বোর্ডের পরিচালক ও প্রাদেশিক পরিচালকরা ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন।

সিদ্ধান্ত মতে, স্কুলগুলো প্রতি সপ্তাহে সোম, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুরে দেড়টা পর্যন্ত খোলা থাকবে এবং শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করবেন। বুধবার ও শুক্রবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। শনি ও রবিবার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে বিবেচিত হবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিয়ম চালু থাকবে বলে জানা গেছে।

ইতোমধ্যে শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টকে রনিল বিক্রমাসিংহেকে সমর্থনের কথা জানিয়েছেন। এছাড়াও, যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন মন্ত্রী লর্ড তারিক আহমেদ গতকাল জানান, দেশটি শ্রীলঙ্কাকে সহায়তা করা অব্যাহত রাখবে।

 

Comments

The Daily Star  | English

External balance swings to surplus after 3yrs

The country’s balance of payments returned to a surplus in the fiscal year (FY) 2024-25, ending a three-year spell of deficits.

11h ago