নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হোক, সেটা আমরা দেখতে চাইব না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বলেছেন, নির্বাচন নিয়ে তারা একটা সংকটের মধ্যে পড়ে গেছেন। তবে নির্বাচনের নামে কোনো নাটক মঞ্চস্থ হোক তা তারা দেখতে চাইবেন না।
আজ সোমবার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, 'নির্বাচন নিয়ে আমরা একটা সংকটের মধ্যে পড়ে গেছি। একটা বড় দল বলছে যে, তারা নির্বাচনে অংশ নেবে না। আরেকটা বড় দল বলছে নির্বাচন হবে। এটা অনাকাঙ্ক্ষিত। রাজনৈতিক পরিমণ্ডলে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। বিএনপি যা দাবি করছে, তা তাদের আন্দোলন ও আলোচনার মাধ্যমেই প্রতিষ্ঠিত করতে হবে। এরসঙ্গে সংবিধান সংশোধনের বিষয়টিও আছে।'
তিনি বলেন, 'গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং তার মাধ্যমে সুন্দর সরকার প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। দায়িত্বশীল ও জনপ্রতিনিধিত্বমূলক সরকার হতে হবে। এখানে নির্বাচনের কোনো বিকল্প নেই।'
কাজী হাবিবুল আওয়াল আরও বলেন, 'নির্বাচন যদি নিরপেক্ষ না হয়, নির্বাচনের নামে কোনো নাটক মঞ্চস্থ হোক, সেটা আমরা কখনোই দেখতে চাইব না।'
সিইসির সঙ্গে সংলাপে অংশ নিয়ে ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করেন।
Comments