গোতাবায়াকে বহিষ্কারের দাবিতে মালদ্বীপে বিক্ষোভ

গোতাবায়া রাজাপাকসে। ছবি: টাইমস অব ইন্ডিয়া

কলম্বোর বিক্ষোভের ঢেউ যেন আছড়ে পড়েছে মালের বেলাভূমিতে। শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েও শান্তি পাচ্ছেন না প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

আজ বুধবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপে প্রবাসী শ্রীলঙ্কানদের সঙ্গে স্থানীয় দ্বীপবাসীরাও গোতাবায়াবিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছেন।

তারা মালদ্বীপের প্রেসিডেন্টের বাসভবনের কাছে জড়ো হয়ে গোতাবায়াকে আশ্রয় দেওয়ার প্রতিবাদ করছেন।

মালদিভিয়ান টিভি চ্যানেল'র প্রধান ডেইলি মিররকে বলেছেন, বিক্ষোভকারীরা গোতাবায়াকে মালদ্বীপ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago