শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে ত্রিমুখী লড়াই

রনিল বিক্রমাসিংহে, ডালেস আলাহাপেরুমা ও সাজিথ প্রেমাদাসা। ছবি: সংগৃহীত

আগামী ২০ জুলাই পার্লামেন্ট সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হবেন শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট। নির্বাচনে ত্রিমুখী লড়াই হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

ডেইলি মিরর শ্রীলঙ্কা জানায়, প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দেশটির বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, শ্রীলঙ্কা পদুজনা পেরামুনা (এসএলপিপি) এমপি ডালেস আলাহাপেরুমা এবং বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা মনোনয়নপত্র জমা দিতে পারেন।৷ 

আজ বুধবারই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র পার্লামেন্টে গৃহীত হবে। 

কয়েকটি সূত্রের বরাতে ডেইলি মিরর জানায়, বিক্রমাসিংহে বর্তমান প্রেসিডেন্টের বাকি মেয়াদের জন্য এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসএলপিপির একটি অংশ তাকে সমর্থন করার পরিকল্পনা করছে। 

অন্যদিকে দশ দলীয় জোটসহ এসএলপিপির আরেকটি দল মি. আলাহাপেরুমাকে সমর্থন করছে। এর আগে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে সাজিথ প্রেমাদাসার নাম ঘোষণা করেছিল বিরোধী দল এসজেবি। 

যে প্রার্থী ৫০ ভাগের বেশি ভোট পাবেন, তিনিই প্রেসিডেন্ট হবেন। কোনো প্রার্থী ৫০ ভাগ ভোট না পেলে এমপিদের অগ্রাধিকারমূলক ভোট গণনা করা হবে।

শ্রীলঙ্কার ইতিহাসে প্রেসিডেন্ট পদ মেয়াদ শেষ হওয়ার আগে ইতোপূর্বে মাত্র একবার শূন্য হয়েছিল। ১৯৯৩ সালের ১ মে প্রেসিডেন্ট আর প্রেমাদাসা আততায়ীর হাতে নিহত হয়েছিলেন।

 

 

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago