শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

ভারতের প্রধানমন্ত্রী মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
ভারতের প্রধানমন্ত্রী মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ উপলক্ষে গতকাল শনিবার তিনি একটি চিঠি পাঠান।

ভারতের প্রধানমন্ত্রী মোদি চিঠিতে জানান, তিনি বর্তমান বিশ্বের জটিল ও ঝঞ্ঝাবিক্ষুব্ধ আন্তর্জাতিক পরিস্থিতিতে ঈদুল আজহার ত্যাগ ও আনন্দ-বেদনা ভাগ করে নেওয়ার চেতনায় উদ্বুদ্ধ হতে চান।

এছাড়া তিনি বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য কাজ করার অঙ্গীকার করেন।

চিঠিতে তিনি আরও বলেন, 'দুই দেশের জনগণের প্রবৃদ্ধির মধ্যে এই উৎসব ত্যাগ ও ভাগ করে নেওয়ার মাহাত্ম্য সম্পর্কে আমাদেরকে মনে করিয়ে দেয়, বিশেষত সমাজের অপেক্ষাকৃত কম ভাগ্যবান সদস্যদের সঙ্গে, যাদের স্বার্থরক্ষা ২ দেশের সরকারের জন্য প্রাধান্যের বিষয়।'

মোদি দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বকে আরও জোরালো করার অঙ্গীকারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করেন।

তিনি জানান, এ বিষয়গুলো এবং অন্যান্য বিষয় নিয়ে নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আলোচনা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যাওয়ার কথা রয়েছে।

 

Comments