শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা

গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মামলার অন্য আসামিরা হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আজ সোমবার সকালে তদন্ত কর্মকর্তারা ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে প্রতিবেদনসহ অন্যান্য সহায়ক নথি হস্তান্তর করেন।
শেখ হাসিনার বিরুদ্ধে এটিই প্রথম তদন্ত প্রতিবেদন।
এর আগে গত ২০ এপ্রিল সংস্থাটি গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়।
রাজধানীর চানখাঁরপুল এলাকায় গণঅভ্যুত্থানের সময় হত্যাসহ বিভিন্ন অপরাধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ সদস্যের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা।
Comments