মোটরসাইকেলে পদ্মা সেতু পারের চেষ্টা, ১১ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

মোটরসাইকেলে পদ্মা সেতু পার হওয়ার চেষ্টা করায় মো. আবুল কালাম আজাদকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।

আজ শুক্রবার সকাল ১১টায় সড়ক পরিবহন আইনে এ জরিমানা করা হয়। আবুল কালাম আজাদের বাড়ি বরিশালের উজিরপুর এলাকায়।

লৌহজং থানা পুলিশের উপ-পরিদর্শক মো. রাজু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা সেতুতে মোটরসাইকেল প্রবেশ নিষেধ। এজন্য সড়ক পরিবহন আইনে তাকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।'

জানতে চাইলে মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর বজলুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, জরিমানার ১১ হাজার টাকা পরিশোধ করেছেন আবুল কালাম।

ট্রাফিক পুলিশ সূত্র জানায়, সকালে আবুল কালাম মোটরসাইকেল নিয়ে টোল প্লাজার কাছে গেলে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলের গতিরোধ করে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় আবুল কালাম নিজেকে পুলিশের আত্মীয় হিসেবে পরিচয় দেন।

Comments

The Daily Star  | English

Bangladesh thriving in meat, fish production

Bangladesh is now in a comfortable position in fish and meat production, bringing comfort to the government in ensuring food security.

8h ago