খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
নিহত জুলফিকার নাইম মুন্না (৩৮) খুলনার দিঘলিয়া উপজেলার সুগন্ধী গ্রামের সোহরাব মোল্লার ছেলে। তিনি উপজেলার সেনহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
আজ বুধবার রাত ৮ টার দিকে নগরীর মুজগুন্নী এলাকায় তিনি গুলিবিদ্ধ হন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন খালিশপুর থানার ওসি জাহাঙ্গীর আলম।
ওসি বলেন, প্রাথমিকভাবে হত্যার কারণ জানা সম্ভব হয়নি। তবে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে মুন্না নগরীর মুজগুন্নী বাসস্ট্যান্ড এলাকায় ছিলেন। এ সময় ২ দুর্বৃত্ত তার মাথায় গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্না একাধিক হত্যা মামলার আসামি বলে জানিয়েছেন ওসি।
Comments