যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘গলুই’

গলুই সিনেমা। ছবি: সংগৃহীত

শাকিব খান ও পূজা চেরি অভিনীত গলুই সিনেমাটি দেশের সীমানা ছাড়িয়ে এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে। উওর আমেরিকার ১০০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

সিনেমাটির পরিচালক এসএ হক অলিক আজ শুক্রবার দুপুরে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বাংলাদেশের সিনেমা যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে, এটি আমাদের জন্য বড় খুশির খবর। এভাবেই আমাদের সিনেমা বিশ্ববাজারে অবস্থান করে নেবে। দর্শকদের কাছে কৃতজ্ঞ আমি।'

পরিচালক আরও জানান, আগামী ৮ জুলাই উত্তর আমেরিকার ৫৮টি শহরের ১০০টি প্রেক্ষাগৃহে গলুই সিনেমাটি মুক্তি পাবে।

এ বিষয়ে গত ২৩ জুন উওর আমেরিকার ফিল্ম ডিস্ট্রিবিউশন কোম্পানি বায়োস্কোপ, গলুই সিনেমার পরিচালক ও প্রযোজকের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

গলুই সিনেমায় আরও অভিনয় করেছেন আলী রাজ, আজিজুল হাকিম, সুচরিতা, সুব্রত প্রমুখ। গত ঈদে সিনেমাটি ঢাকাসহ সারাদেশে মুক্তি পায়।

Comments

The Daily Star  | English

Armed goons attempt robbery in Keraniganj bank

Locals, law enforcement lock robbers inside as police try to defuse situation

37m ago