শাকিবের সঙ্গে সিয়ামের ছবি নিয়ে যা জানা গেল

একসঙ্গে শাকিব খান ও সিয়াম। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও সিয়ামের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

আজ রোববার সকাল থেকেই এই ছবি নিয়ে দুজনের ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। দিনভর ছবিটি নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও সন্ধ্যায় জানা গেল এই ছবির রহস্য। 

এর কারণ হলো, রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে আছেন শাকিব খান। এবার এই প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হলেন নায়ক সিয়াম আহমেদ।

গতকাল আনুষ্ঠানিকভাবে সিয়াম প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হোন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমনসহ অনেকেই। 

শাকিব খান বলেন, 'ব্র্যান্ড হিসেবে নিজেকে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে আমার প্রতিষ্ঠান। এ লক্ষ্যের প্রচার-প্রসারে সিয়ামের মতো একজন প্রতিভাবান শিল্পী উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে আমি আশা রাখি।'

সিয়াম বলেন, 'দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে রিমার্ক-হারল্যানের এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত। খুব শিগগির তাদের বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে স্টোরের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে দেখতে পাবেন ভক্তরা।'

Comments

The Daily Star  | English

One killed in multi-vehicle crash on Dhaka-Mawa highway

The chain of crashes began when a lorry struck a private car from behind on the Mawa-bound lane

33m ago