সিরাজগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৪
সিরাজগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় আজ শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও আহত হয়েছে অপর ৪ জন।
এ ঘটনায় নিহত হয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকার আব্দুর রাজ্জাক মুন্সি (৪৫), সায়দাবাদ গ্রামের মো. নাসির (১৭) ও তারাশ উপজেলার দুর্গা চরণ (৫০)।
সিরাজগঞ্জ জেলা পুলিশের ডিএসবি ইন্সপেক্টর (ডিআই-১) আব্দুর রহিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল থেকেই বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দুপুরে সদর উপজেলার মতি সাহেবের ঘাট এলাকা থেকে নৌকা যোগে কাওয়াকোলা যাওয়ার পথে বজ্রপাতে আব্দুর রাজ্জাক মুন্সি ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও ৪ জন আহত হন।'
তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধু রেলসেতু প্রকল্পে কাজ করার সময় বজ্রপাতে নাসির নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তারাশ সদরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষক দুর্গা চরণের মৃত্যু হয়।'
বজ্রপাতের ঘটনায় আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Comments