সরকারি চাকরিতে শূন্য পদ ৩ লাখ ৯২ হাজার ১১৭: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ১১৭টি বলে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য বেনজীর আহমেদের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নটি প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ভোলা-২ আসনের আলী আজমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিসিএসের মাধ্যমে ৪১ হাজার ৫৬৬ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। 

এ সময়ে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ৫ হাজার ১৪৩ জন, দ্বিতীয় শ্রেণির (১০-১২তম গ্রেড) ৭ হাজার ১৬১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার প্রেক্ষিতে কর্ম কমিশন নবম ও তদূর্ধ্ব গ্রেডে ৪ হাজার ৬৫৮ জন এবং দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে ৪২ হাজার ৪০ জনকে নিয়োগের সুপারিশ করেছে।  

৭১৭ ছোট নদী-খাল পুনঃখননের জন্য ৩ হাজার কোটি টাকা 

আওয়ামী লীগের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানের এক প্রশ্নের উত্তরে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বাংলাদেশ জুড়ে ৭১৭টি ছোট নদী, খাল ও জলাশয়ের মোট ৪ হাজার ৯৪৯ দশমিক ৫১২ কিলোমিটার পুনঃখননের জন্য ৩ হাজার কোটি টাকার একটি ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন আছে।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

8h ago