বাংলাদেশ ব্যাংকে ২ পদে আবেদন শেষ ২৬ জানুয়ারি

সংস্কার কমিশন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বাংলাদেশ ব্যাংকে ফায়ার কন্ট্রোল অপারেটর (পুরুষ) এবং ফায়ার ফাইটার (পুরুষ) পদে আবেদন গ্রহণ শেষ হচ্ছে আগামী ২৬ জানুয়ারি।

এই দুই পদে নয়জনকে নিয়োগ দেওয়া হবে। ১৬তম গ্রেডে ফায়ার কন্ট্রোল অপারেটর (পুরুষ) পদে তিনজন এবং ১৯তম গ্রেডে ফায়ার ফাইটার (পুরুষ) পদে নিয়োগ পাবেন ছয়জন। তবে এই সংখ্যা পরিবর্তন হতে পারে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২০২৪ সালের ১ ডিসেম্বর সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩২ বছর।

ফায়ার কন্ট্রোল অপারেটর (পুরুষ) পদে আবেদনের যোগ্যতা

  • কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ছয় মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড
  • অক্যুপেশনাল সেফটি কোর্সে উত্তীর্ণ হতে হবে।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে।
  • উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত
  • হতে হবে।

বেতন: নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

ফায়ার ফাইটার (পুরুষ) পদে আবেদনের যোগ্যতা

  • কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ছয় মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড
  • অক্যুপেশনাল সেফটি কোর্সে উত্তীর্ণ হতে হবে।
  • উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত
  • হতে হবে।

বেতন: আট হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা।

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

বিস্তারিত আরও তথ্য জানতে ক্লিক করুন।

Comments