১৮ মাসে ১০ লাখ চাকরি দেওয়ার ঘোষণা মোদির

নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের পরবর্তী নির্বাচনের আর ২ বছরেরও কম সময় বাকি। এই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক উচ্চাভিলাষী পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।

মোদি জানান, তার সরকার আগামী দেড় বছরের মধ্যে ১০ লাখ মানুষকে চাকরি দেওয়ার 'অভিযান' পরিচালনা করবে।

সকল সরকারি দপ্তর ও মন্ত্রণালয়ের জনসম্পদ পরিস্থিতি নিরীক্ষার পর মোদি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক টুইটবার্তায় এ তথ্য জানানো হয়।

সরকারের এ সিদ্ধান্ত এমন সময় এসেছে যখন বিরোধী দলগুলো বিভিন্ন সরকারি খাতে অসংখ্য খালি পদ থাকার উদাহরণ টেনে দেশব্যাপী বেকারত্বের হার বেড়ে যাওয়া নিয়ে সমালোচনা করছে।

২০২১ সালে ভারতের শহর অঞ্চলগুলোতে বেকারত্বের হার এপ্রিল-জুন ত্রৈমাসিকে ১২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে এই হার ছিল ৯ দশমিক ৩ শতাংশ।

মোদির বেঁধে দেওয়া ১৮ মাসের মেয়াদ ২০২৩ সালের শেষের দিকে শেষ হবে। ২০২৪ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে পরবর্তী লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচনে জয়লাভ করে টানা তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রীত্ব পাওয়ার চিন্তা করছেন মোদি।

Comments

The Daily Star  | English

You have crushed fascism, now strengthen democracy and press freedom

The Daily Star Editor Mahfuz Anam's appeal to the ‘new generation leaders’

9h ago