ইসলামী বিশ্ববিদ্যালয় নেবে প্রভাষক, পদ ৩১

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ছয়টি বিভাগে প্রভাষক পদে নবম গ্রেডে মোট ৩১ জনকে নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে স্থায়ী পদ ১৭টি এবং অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের বিপরীতে অস্থায়ী পদ ১৪টি। বেতন স্কেল হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
এই বিশ্ববিদ্যালয়ে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে পাঁচজন ও লোক প্রশাসন বিভাগে তিনজনকে স্থায়ী প্রভাষক এবং সহযোগী অধ্যাপক পদের বিপরীতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুইজন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে দুইজন, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে দুইজন ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে দুইজন নিয়োগ দেওয়া হবে।
আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
এছাড়া আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে পাঁচজন ও সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে চারজনকে স্থায়ী প্রভাষক এবং অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের বিপরীতে ফার্মেসি বিভাগে দুইজন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং পদে দুইজন ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট পদে দুইজনকে প্রভাষক নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয়।
আবেদনের শেষ তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক ও সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ নয় পয়েন্ট থাকতে হবে। তবে সনাতন পদ্ধতির ক্ষেত্রে উভয় পরীক্ষায় প্রথম বিভাগ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ তিন দশমিক পাঁচ শূন্য (চার পয়েন্টের মধ্যে) থাকতে হবে। তবে সনাতন পদ্ধতির ক্ষেত্রে উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী থাকতে হবে। কোনো স্তরে তৃতীয় শ্রেণী/বিভাগ থাকলে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না।
যেভাবে আবেদন করবেন
আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অগ্রণী ব্যাংক (পিএলসি) শাখায় আবেদন ফরম পাওয়া যাবে। ফরমের মূল্য ১০০ টাকা। এছাড়া আবেদন ফি বাবদ রেজিস্ট্রারের অনুকূলে এক হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করলে এক হাজার ১০০ টাকা অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা থেকে ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে। আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, অন্যান্য প্রশংসাপত্রের সত্যায়িত কপি, নম্বরপত্র ও সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত ছবিসহ পূর্ণ ১০ সেট আবেদনপত্র অফিস চলাকালে রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে।
Comments