সড়ক দুর্ঘটনায় পরমাণু শক্তি কমিশনের ৩ বৈজ্ঞানিক কর্মকর্তাসহ নিহত ৪

সাভারে সড়ক দুর্ঘটনায় পরমাণু শক্তি কমিশনের ৩ বৈজ্ঞানিক কর্মকর্তাসহ ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
accident_savar.jpg
ছবি: সংগৃহীত

সাভারে সড়ক দুর্ঘটনায় পরমাণু শক্তি কমিশনের ৩ বৈজ্ঞানিক কর্মকর্তাসহ ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আতিকুর রহমান আরও বলেন, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গরু বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এরপর সড়ক বিভাজনী পার হয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্টাফ বাসকে ধাক্কা দেয়। এতে ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩ জন পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা। তারা হলেন—আরিফুজ্জামান, পূজা সরকার ও কাউসার আহমেদ। অন্য একজন হলেন ট্রাকচালক। তাবে তার পরিচয় এখনো জানা যায়নি।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ খোরশেদ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ১৫ থেকে ২০ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Gaza still bleeding

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

1h ago