মাতুয়াইলে পিকআপ ভ্যানের ধাক্কায় বাবা-মা নিহত, মেয়ে আহত

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে পিকআপ ভ্যানের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের বিপরীত পাশের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মেয়েকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় ওই দম্পতিকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এ সময় তাদের ১৪ বছরের মেয়েও আহত হয়।
নিহতরা হলেন, রুনা আক্তার ও আব্দুল জব্বার। আহত জুঁই আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ইরফান জানান, সকালে মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশের রাস্তা পার হচ্ছিলেন ওই তিনজন। দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুনা খান। পাশের একটি হাসপাতালে নেওয়ার পর মারা যান তার স্বামী আব্দুল জব্বার।
তিনি আরও জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
জুঁইয়ের বড় বোন জান্নাতুল ফেরদৌস জানান, তাদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে। ডেমরা কোনাপাড়া এলাকায় তারা থাকেন। গতরাতে তাদের এক আত্মীয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। তাকে দেখতে বাবা মা ও বোন হাসপাতালে যাচ্ছিল।
Comments