মার্চে ৫৯৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১২: যাত্রী কল্যাণ সমিতি

ফাইল ছবি

গত মার্চ মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৬৪১টি দুর্ঘটনায় ৬৬৪ জন নিহত হয়েছে। তার মধ্যে ৫৯৩টি সড়ক দুর্ঘটনাতে নিহত হয়েছেন ৬১২ জন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মার্চে সারাদেশে আহত ১ হাজার ২৫৩ জনের মধ্যে কেবল সড়ক দুর্ঘটনাতে আহত হয়েছেন ১ হাজার ২৪৬ জন।

এসময়ে রেলপথে ৪০টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং নৌ-পথে ৮টি দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার ৩৮ শতাংশের বেশি হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। ২২৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৫১ জন, আহত ২০৮ জন।

সড়ক দুর্ঘটনার মধ্যে ঢাকায় হয়েছে ১৪৮টি। যাতে ১৫০ জন নিহত হয়েছেন।

সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে। বিভাগে ৩১টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৮৬ জন আহত হয়েছে।

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

মার্চে মোট দুর্ঘটনার ৩৪ দশমিক ২৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৩ দশমিক ৪৪ শতাংশ আঞ্চলিক মহাসড়কে,  ৩৭ দশমিক ২৬ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে।

সড়ক দুর্ঘটনার সাতটি কারণ তুলে ধরে ৮টি সুপারিশ করেছে যাত্রী কল্যাণ সমিতি।

এর মধ্যে রয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএর চলমান গতানুগতিক কার্যক্রম অডিট করে প্রাতিষ্ঠানিক দুর্বলতা চিহ্নিত করা, প্রাতিষ্ঠানিক অকার্যকারিতা সংস্কার, রাষ্ট্রীয় উদ্যোগে প্রাথমিক উৎস থেকে সড়ক দুর্ঘটনার পূর্ণাঙ্গ ডাটা ব্যাংক চালু করা, ব্লাক স্পট নিরসন করা, সড়ক নিরাপত্তা অডিট করা।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

2h ago