হাইকোর্ট এলাকায় সংঘর্ষ: ছাত্রদল সভাপতিসহ ৩৫ জনের আগাম জামিন

২৬ মে দুপুরে ঢাবি ক্যাম্পাসের পাশে হাইকোর্ট এলাকায় ছাত্রদল-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

গত ২৬ মে হাইকোর্ট এলাকায় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা ২ মামলায় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩৫ নেতা-কর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মামলায় জামিন চেয়ে করা পৃথক ৬টি আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্ট অবশ্য অভিযুক্ত ছাত্রদল নেতাকর্মীদের ৬ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন।

আজ আদালতে জামিন আবেদনের শুনানিতে ছাত্রদল সভাপতি রওনক-উল-ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ আল মাহমুদ জুয়েলসহ আসামিরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত আবেদনকারীদের আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল এবং কায়সার কামাল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমার মক্কেলদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনও সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় হাইকোর্ট তাদের জামিন দিয়েছেন।'

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের এ জামিন আদেশ চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ আপিল করবে।

গত ২৬ মে হাইকোর্ট এলাকায় ওই সংঘর্ষের পরদিন ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম পল্টন থানায় এসব মামলা করেন।

Comments

The Daily Star  | English

NBR activities disrupted as officials continue work abstention

This marks the ninth day of protests since the interim government issued the ordinance on May 12

42m ago