হাইকোর্ট এলাকায় ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, গুলি

হাইকোর্টের এলাকায় ছাত্রদলের একজনকে পেটাচ্ছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে হাইকোর্ট এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷ এ সময় সেখান থেকে গুলির শব্দও শুনতে পাওয়া যায়।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্রলীগ নেতা-কর্মীরা হকিস্টিক, রাম দা, রড, লাঠি নিয়ে দফায় দফায় ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এ সময় সেখান থেকে গুলির শব্দ শুনতে পাওয়া যায়।

তবে, গুলি কোন পক্ষ থেকে চালানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি দ্য ডেইলি স্টার।

ঢাবি ছাত্রদল আহ্বায়ক আক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে হাইকোর্ট মোড় থেকে ক্যাম্পাসের দিকে যাওয়ার সময় ছাত্রলীগ অতর্কিত আমাদের ওপর হামলা করে।'

তিনি আরও বলেন, 'মহানগর ছাত্রলীগ ও শহীদুল্লাহ হল ছাত্রলীগের নেতা-কর্মীরা রাম দা, রড, হকিস্টিক, লাঠি নিয়ে হেলমেট পড়ে আমাদের ওপর হামলা চালায়।'

'তারা আমাদেরকে লক্ষ্য করে মোট ২ রাউন্ড গুলি চালিয়েছে,' বলে যোগ করেন তিনি।

গুলিতে কেউ আহত হননি এবং ছাত্রলীগের হামলায় ছাত্রদলের অন্তত ৩০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান আক্তার।

এ সংখ্যা আরও বাড়তে পারে বলে যোগ করেন তিনি।

ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, 'ছাত্রদল সহিংস কার্যক্রম করার লক্ষ্যে বন্দুকসহ অন্যান্য অস্ত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে সাধারণ শিক্ষার্থীরা তাদের বাধা দিয়েছে। ছাত্রদলকে বাধা দিতে গিয়ে অন্তত ১০ জন সাধারণ শিক্ষার্থীও আহত হয়েছেন।'

ছাত্রদলের নেতা-কর্মীদের মিছিল নিয়ে ক্যাম্পাসের দিকে যাওয়া চেষ্টা। ছবি: সংগৃহীত

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, হাইকোর্টের সামনে থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তাদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া খেয়ে এক পর্যায়ে ছাত্রদল হাইকোর্টের এলাকায় ঢুকে যান।

তারা আরও জানান, হাইকোর্টের এলাকায় ঢুকেও আটকে পড়া ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগ। এ সময় সেখানে ছাত্রদলের ২ জনকে বেধড়ক মারধর করেন তারা। মারধরের এক পর্যায়ে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরও রড, লাঠি দিয়ে তাদের পেটানো হয়৷

তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে ছাত্রদল।

গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতা-কর্মীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ যাতে কেউ অস্থিতিশীল করতে না পারে সেজন্য বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি৷ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ হাইকোর্টের সামনে শৃঙ্খলা পরিপন্থী কোনো ঘটনা ঘটে থাকলে সেটি আইন-শৃঙ্খলা বাহিনী দেখবে।'

Comments

The Daily Star  | English

July proclamation after intensive discussions: Asif Nazrul

He said all the leaders who joined today's meeting had told them to take time to prepare the documentation

3h ago