ভারতে রুশ জ্বালানি তেলের আমদানি ৮ গুণ বেড়েছে
ইউক্রেনে সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে মস্কোর ওপর ক্রমাগত নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতে রুশ অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি ৮ গুণ বেড়েছে।
গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
বাজার বিশ্লেষণ সংস্থা রিফাইনিটিভ এইকন'র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের পর ভারত রাশিয়া থেকে 'স্বল্পমূল্যে' ৩৪ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে।
এ ছাড়াও, গত বছরের একই সময়ের তুলনায় রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেলসহ অন্যান্য পণ্যের আমদানি ৩ গুণের বেশি বেড়েছে।
প্রতিবেদন মতে, চলতি মাসে ভারত 'চিরবন্ধু' রাশিয়া থেকে ২৪ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে।
গত এপিলে ভারত তেল আমদানি করেছিল ৭ দশমিক ২ মিলিয়ন ব্যারেল এবং মার্চে ছিল ৩ মিলিয়ন ব্যারেল।
আগামী জুনে রাশিয়া থেকে ২৮ মিলিয়ন ব্যারেল তেল কেনার সম্ভাবনা আছে।
রয়টার্সের দেখা ভারতের সরকারি তথ্যে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ২৬ মে পর্যন্ত রাশিয়া থেকে ভারত মোট ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার মূল্যের পণ্য কিনেছে।
গত বছর একই সময়ে তা ছিল ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।
তবে, একই সময়ে রাশিয়ায় ভারতের রপ্তানি প্রায় ৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রায় ৩৭৭ মিলিয়ন ডলার।
ভারত কীভাবে রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেন সারবে তা নিয়ে এখনো নয়াদিল্লি কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে কেন্দ্র করে পশ্চিমের দেশগুলোর সমালোচনার জবাবে ভারত বলেছে, 'স্বল্পমূল্যে' রুশ তেল কেনা অব্যাহত থাকবে। নয়াদিল্লির যুক্তি হঠাৎ রুশ তেল আমদানি বন্ধ করে দিলে ভারতের ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন।
Comments