সস্তায় রাশিয়ার তেল কেনার আগে আরও ভাবুন: ভারতকে যুক্তরাষ্ট্র

জেন সাকি। ছবি: রয়টার্স ফাইল ফটো

'রাশিয়া থেকে ভারত সস্তায় তেল কিনতে পারে'—এমন সংবাদের পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার 'মিত্র' দেশটিকে বিষয়টি ২ বার ভেবে দেখার অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র।

গতকাল মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন মতে, হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি নয়াদিল্লিকে রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত তেল কেনার পরিকল্পনা না করার অনুরোধ করেছেন।

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে এমনটি করা হলে মস্কোর নেতারা 'উৎসাহ' পাবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, ভারতের কর্মকর্তারা 'রাশিয়া বেশ কম দামে তেলসহ অন্যান্য পণ্য কেনার প্রস্তাব দিয়েছে' উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, প্রস্তাবটি গ্রহণ করতে পারলে নয়াদিল্লি 'খুশি' হবে।

জেন সাকি গণমাধ্যমকে বলেন, 'সব দেশের প্রতি আমাদের বার্তা—নিষেধাজ্ঞা মেনে চলুন।'

তিনি মনে করেন, এ সময়ের ইতিহাস বইয়ে লেখা হবে কে কোন দিকে অবস্থান নিচ্ছে।

'রুশ নেতাদের সমর্থন দিলে আগ্রাসনের পক্ষে অবস্থান নেওয়া হবে। নিশ্চিতভাবে এর ফলাফল হবে ভয়াবহ,' যোগ করেন সাকি।

আরটির প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে—ভারত ও রাশিয়া নিজেদের মুদ্রা রুপি ও রুবলের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য চালিয়ে নেওয়ার কৌশল নিয়ে কাজ করছে।

বর্তমানে ভারত তার আমদানিকৃত তেলের প্রায় ৩ শতাংশ রাশিয়া থেকে নেয়। নিজ দেশে তেলের ৪০ শতাংশ বেড়ে যাওয়ায় রাশিয়া থেকে কম দামে তেল কেনার প্রস্তাবকে নয়াদিল্লি বেশ আকর্ষণীয় বলে মনে করছে।

Comments

The Daily Star  | English

Yunus thanks foreign medical teams for treating Milestone crash victims

A delegation of 21 physicians and nurses from Singapore, China, and India met Yunus at Jamuna

10h ago