রাশিয়ার তেলের বিকল্প নেই: ওপেক

রাশিয়ার তাতারস্তানে তেলক্ষেত্র। ছবি: রয়টার্স ফাইল ফটো

রাশিয়ার ওপর বর্তমান ও সম্ভাব্য নিষেধাজ্ঞা তেল সরবরাহের ইতিহাসে 'করুণতম' পরিস্থিতি তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন তেল উত্তোলনকারী দেশগুলোর সংস্থা ওপেক।

গতকাল সোমবার রাশিয়ার সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

ওপেক মহাসচিব মোহাম্মদ বারকিনদো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তাদের বলেছেন, রাশিয়া থেকে যে পরিমাণ তেল সরবরাহ করা হয় সেই পরিমাণ তেল অন্য কোনো দেশ থেকে বিকল্প উপায়ে সরবরাহ করা সম্ভব না।

তার মতে, নিষেধাজ্ঞার কারণে এখন প্রতিদিন ৭ মিলিয়ন ব্যারেল তেল রাশিয়া থেকে বিশ্ববাজারে আসছে। তিনি জ্বালানি বিষয়ে ইইউকে 'বাস্তবধর্মী' উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

গত সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্ট রাশিয়ার তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পরমাণু জ্বালানির ওপর দ্রুত ও পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানানো হয়।

কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হলে ইউরোপের জনজীবনে বিরূপ প্রভাব ফেলবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে হাঙ্গেরি ও স্লোভেনিয়া ইইউয়ের নিষেধাজ্ঞা না মানার ঘোষণা দিয়েছে।

এ দিকে, যুক্তরাষ্ট্র তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ইউরোপে সরবরাহের মাধ্যমে জ্বালানি সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যান্য দেশ নবায়নকৃত জ্বালানি ব্যবহার বাড়ানো চেষ্টা করছে।

Comments

The Daily Star  | English

Yunus thanks foreign medical teams for treating Milestone crash victims

A delegation of 21 physicians and nurses from Singapore, China, and India met Yunus at Jamuna

8h ago