রাশিয়ার তেলের ওপর বৈশ্বিক নিষেধাজ্ঞার আহ্বান ইউক্রেনের
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধ করার জন্য বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
কিয়েভের সবচেয়ে জ্যেষ্ঠ কূটনীতিক ডিমিত্রো কুলেবা এক টুইট বার্তায় বলেন, আমি বিশ্বের কাছে আবেদন করছি- রাশিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিন। রাষ্ট্রদূতদের বহিষ্কার করুন, তেল নিষেধাজ্ঞা আরোপ করুন, তাদের অর্থনীতি ধ্বংস করুন। রাশিয়ার যুদ্ধাপরাধীদের থামান!
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার জ্বালানি খাতকে টার্গেট করা থেকে বিরত আছে।
প্রতিরক্ষামূলক অস্ত্রের অনুরোধের পাশাপাশি, ইউক্রেনীয় সরকার মস্কোর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য বিশ্বকে আহ্বান জানিয়ে আসছে।
বর্তমানে একটি বিকল্প নিয়ে আলোচনা করা হচ্ছে। তা হলো সুইফট গ্লোবাল ইন্টার ব্যাংক পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়াকে বাদ দেওয়া।
Comments