ইউক্রেনের লিমান শহর রাশিয়ার নিয়ন্ত্রণে

লিমান শহরের রেলওয়ে স্টেশনের কাছে একটি গ্যারেজে সামরিক হামলার পর গ্যারেজ পুড়ে যায়। ছবি: রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচও নিশ্চিত করেছেন, পূর্ব দোনেৎস্ক অঞ্চলের লিমান শহর রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে আছে।

আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরেস্তোভিচ এক ভিডিও বার্তায় বলেন, তাদের আক্রমণ সুসংগঠিত ছিল। তবে, আমরা যতটুকু জানতে পেরেছি তাতে লিমান শহরের দখল হারিয়েছি।

তিনি আরও বলেন, এটি নীতিগতভাবে রাশিয়ান সেনাবাহিনীর অপারেশনাল ম্যানেজমেন্ট এবং কৌশলগত দক্ষতার বর্ধিত স্তরের প্রকাশ।

দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনের গভর্নর পাভলো কিরিলেঙ্কো গণমাধ্যমকে বলেন, লিমান 'মূলত রুশ সেনাদের নিয়ন্ত্রণে ছিল', কিন্তু ইউক্রেনের সামরিক বাহিনী ওই এলাকায় নতুন করে শক্তিশালী অবস্থান নিয়েছিল।

লিমান শহরটি একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে হাব এবং দীর্ঘদিন ধরে রাশিয়াপন্থী বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

Comments

The Daily Star  | English

Titumir college students block road again

Students of Government Titumir College again blocked the Mohakhali-Gulshan link road in front of their college demanding that the government upgrade it into a university

8m ago