ফরিদপুরে করোনা রোগীর বাড়ি লাল পতাকা দিয়ে চিহ্নিত করছে পুলিশ
সতর্কতামূলক কার্যক্রম হিসেবে করোনায় আক্রান্ত রোগীর বাড়ি লাল পতাকা দিয়ে চিহ্নিত করছে ফরিদপুর জেলা পুলিশ।
গত বুধবার থেকে ফরিদপুর সদরসহ নয়টি উপজেলায় এ কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত রোগী ও তার পরিবারের আইসোলেশন নিশ্চিত করতে ও সবার মাঝে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে প্রত্যেক থানায় করোনা পজিটিভ রোগীর নাম, ঠিকানা, অবস্থান এবং মোবাইল নম্বর সংগ্রহ করা হচ্ছে। পরে তার পরিবারের সদস্যদের প্রতিদিন ফোন করে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে। এই সতর্কতামূলক নির্দেশনার মধ্যে আছে- হোমকোয়ারেন্টিনে থাকা, মাস্ক ব্যবহার, সাবান দিয়ে হাত না ধুয়ে নাকে মুখে হাত না দেওয়া, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার ও ওষুধ গ্রহণ ইত্যাদি।
এছাড়াও, বাড়ি বাড়ি গিয়ে করোনা রোগী ও তার পরিবারের সদস্যদের আইসোলেশন নিশ্চিত করতে প্রতিটি থানায় দু’জন করে পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত টিম প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে (পিপিই পরিধান) এসব সর্তকতামূলক কাজ করছে।
আশেপাশের বাড়ির মানুষ যেন সচেতন থাকে সে বিষয়েও প্রচারণা চালাচ্ছে এই করোনা টিম। করোনা পজিটিভ রোগীর বাড়ি আলাদাভাবে চিহ্নিত করতে লাল পতাকা টানিয়ে দেওয়া হচ্ছে। যেন এলাকার মানুষ নিজেরাই নিরাপদ দূরত্বে থাকে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘ফরিদপুরে করোনা শনাক্তের হার দিনে দিনে বাড়ছে। কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। এ অবস্থায় সবার আগে প্রয়োজন সতর্কতা। এ সতর্কতার তৈরিতে এ উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।’
Comments